Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার ২৪, সোমবার,  ১৫ অক্টোবর ২০১৮ঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করতে ৩৬তম কমিশন সভার আহ্বান করা হয়েছে। ওই সভায় তফসিল ঘোষণার তারিখ নিয়েও আলোচনা হতে পারে।

আজ সোমবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে তার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সচিবালয়ের আরো অনেকে উপস্থিত থাকবেন।

সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির ৩৬তম সভায় কার্যবিবরণীতে রাখা হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে ইসি সচিবালয় থেকে কমিশনকে সর্ববিষয়ে অবহিতকরণ, হিজড়া জনগোষ্ঠীকে ভোটার তালিকায় আলাদা লিঙ্গ হিসেবে অন্তর্ভুক্ত করতে বর্তমান ভোটার তালিকা বিধিমালায় সংশ্লিষ্ট বিধি ও ফরমে সংশোধন এবং বিবিধ। এ ছাড়া আরো কিছু বিষয়ে আলোচনা হতে পারে বলে ইসি সূত্রে জানা গেছে।