Wed. Sep 17th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,মঙ্গলবার  ১৬ অক্টোবর ২০১৮ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ বিকেলে। গতকাল ফল প্রকাশ স্থাগিতের ঘোষণা দিয়েছিলো কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ‘ঘ' ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকেলে সাড়ে ৩টায় প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (১৫ অক্টোবর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ স্থগিতের কথা জানায় কর্তৃপক্ষ।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেদ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন।

গত ১২ অক্টোবর (শুক্রবার) ঘ ইউনিটর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরই অভিযোগ ওঠে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।