Tue. Sep 16th, 2025
Advertisements

 

খোলা বাজার ২৪,মঙ্গলবার  ১৬ অক্টোবর ২০১৮ঃ দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, রাজধানীতে শুধু ট্যাক্স আদায় করলে হবে না। গ্রামেও অনেক জমির দাম বৃদ্ধি পেয়েছে। সেখান থেকেও ট্যাক্স আদায় জোরদার করতে হবে। তা না হলে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে না।

মঙ্গলবার (১৬ অক্টোবর) নগর ভবনে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত জরিপ, কর নেট সম্প্রসারণ ও করদাতা উদ্বুদ্ধকরণ সভায় তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, জনগণের ট্যাক্সের পয়সার স্বচ্ছতা থাকতে হবে। তাহলে সবাই কর সঠিক সময়ে দিবে। ১২০ কোটি টাকা এ বছর জাতীয় রাজস্ব বোর্ডকে দিয়েছে ডিএসসিসি।

সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেন ভূইয়া বলেন, সিটি কর্পোরেশনের নাগরিকদের বছরে ট্যাক্স মাত্র পাঁচ হাজার টাকা। যা অনেকে জানেন না কিংবা ভয়ে জানতেও চান না। যারা নির্বাচনে প্রার্থী হবেন তাদের টিআইএন দিলেই হবে না। রিটার্ন দাখিলের কপিও দেখাতে হবে। একই সঙ্গে যারা ফ্লাট বাসায় থাকেন তাদের কাছেও খোঁজ নেয়া হবে ট্যাক্স দেয় কি-না।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী এক বছরের মধ্যে ট্যাক্স রেজিস্ট্রেশন দ্বিগুণ করা হবে। ট্যাক্স অফিসকে আয়কর মেলার রূপ দিতে হবে। সেই সঙ্গে ট্যাক্স অফিসের সব কর্মকর্তার ব্যবহার ভালো করার পাশাপাশি অফিসের পরিবেশ উন্নতের জন্য কাজ করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার (ঢাকা অঞ্চল) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জিয়া উদ্দিন মাহমুদ, সদস্য (আয়কর জরিপ ও পরিদর্শক) মোহাম্মদ গোলাম নবী, বিজিএমইএ পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।