Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার ২৩ অক্টোবর ২০১৮ঃ(মো.রাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধি) নরসিংদী সদর উপজেলা চিনিশপুরে হাড়িদোয়া নদীতে অজ্ঞাত এক যুবতীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।

 

আজ সকালে স্থানীয়রা নদীর পাড়ের ক্ষেতে কাজ করতে গেল নদী পাড়ে কুচুরি পেনার মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নরসিংদী সদর মডেল থানার পুলিশ খবর পেয়ে অজ্ঞাত এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। সদর মডেল থানার ওসি তদন্ত মো.সালাউদ্দি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রায় ১০-১৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গুম করার উদ্দ্যেশে চিনিশপুর কালীবাড়ী পিছনে হাড়িদোয়া নদীতে লাশ ফেলে গেছে। তিনি আরো জানান অজ্ঞাত যুবতীর পড়নে সাদা ছেলোয়ার কামিজ পড়া ছিল।