খোলা বাজার ২৪, শনিবার ২৭ অক্টোবর ২০১৮ঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম ও তথ্যসচিব আবদুল মালেক সাবেক প্রধান তথ্য অফিসার (পিআইও) তছির আহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
গতকাল এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বিসিএস তথ্য ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা ও বিসিএস তথ্য সমিতির সাবেক সভাপতি তছির আহাম্মদ (৬১) গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।