Mon. Sep 15th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,মঙ্গলবার ৩০ অক্টোবর ২০১৮ঃ গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী কোনো চাপের মুখে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকাল ১০ টায় সচিবালয়ে তার দফতরে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। এই গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতেই জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডা. কামাল হোসেনের চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো চাপের মুখে কিংবা কোনো আন্দোলনের কারণে আওয়ামী লীগ সংলাপে বসতে রাজি হয়েছে এমনটা ভাবা ঠিক নয়।