Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,শুক্রবার,০২ নভেম্বর ২০১৮ঃ  গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষ করেছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল।

সংলাপ প্রসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, আমরা প্রধানমন্ত্রী সঙ্গে ৩ ঘণ্টা আলোচনা করেছি। আমাদের দাবি তুলে ধরেছি। তিনি (প্রধানমন্ত্রী) লম্বা বক্তব্য দিয়েছেন। কিন্ত আমরা কোনো সমাধান পাইনি।

রাজধানীর বেইলি রোডে বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাসায় তিনি এসব কথা বলেন।

সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে ড. কামাল ‘আলোচনা ভালো হয়েছে’ জানালেও নিজ বাসায় অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন।

এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আসম আব্দুর রব বলেন, আমাদের ৭ দফা জানিয়েছি। মানা না মানা সরকারের ব্যপার। আমাদের কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার রাত ৭টার শুরু হওয়া দীর্ঘ সংলাপ শেষ হয় রাত পৌনে ১১টার দিকে। প্রায় পৌনে চার ঘণ্টা চলে এ সংলাপ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংলাপ শুরু হয়।

সংলাপে ১৪ দলীয় জোটের ২৩ সদস্যের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিপরীতে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ সদস্যের নেতৃত্ব দিয়েছেন ড. কামাল হোসেন।