Sun. Sep 14th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,০৮ নভেম্বর ২০১৮ঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের জেলায় জেলায় মনোনয়নপত্রসহ নির্বাচনী সরঞ্জামাদি পাঠাচ্ছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর তেজগাঁও বিজি প্রেস থেকে এসব সরঞ্জাম পাঠানো হচ্ছে। এসব উপকরণের মধ্যে রয়েছে- মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা ও প্রতীকের পোস্টারসহ বিভিন্ন রকম ফরম।

প্রতিটি জেলায় তাদের নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধির মাধ্যমে বিজি প্রেস থেকে তা সংগ্রহ করছে। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী চাইলে তাকে মনোনয়নপত্র দিতে হবে। আর এ জন্যই নির্বাচনী উপকরণ সংগ্রহ করতে যাতে কোনো অসুবিধা না হয়, তাই সকালেই মাঠ পর্যায়ে মনোনয়নপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানো শুরু করা হয়।

এ বিষয়ে ইসির সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় বিজি প্রেস থেকে জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্রসহ নির্বাচনী উপকরণ পাঠানো হচ্ছে।