Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,বুধবার ,১৪ নভেম্বর ২০১৮ঃ মিজানুর রহমান, দৌলতপুর,কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রৈাগীরচর এলাকার এক বাকপ্রতিবন্ধী মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে ৩দিন আটকে রেখে ধর্ষন করেছে লম্পট রানা হোসেন।

অভিযোগ সুত্রে জানাযায় ১০-১১-২০১৮ ইং তাং বিকেল সাড়ে ৪টার দিকে আল্লারদর্গা মাষ্টারপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে রানা হোসেন (২২) ও সোহেল রানার স্ত্রী বেলী খাতুন (২৫) বৈরাগীরচর এলাকার এক প্রতিবন্ধি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে আল্লারদর্গা মাষ্টারপাড়ার ইয়াসিন আলী মোল্লার ছেলে আশরাফুল ইসলামের ভাড়া বাড়িতে  ৩দিন যাবৎ জোরপূর্বক ধর্ষণ করেন  লম্পট রানা হোসেন।

এব্যাপারে মঙ্গলবার দৌলতপুর থানায় মেয়ের মা বাদী হয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে মামলা নং ২৪।