Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,মঙ্গলবার,২০ নভেম্বর ২০১৮ঃ 

চারদিকে ঘোর অমানিশার আধার
চলমান জীবন আতংক, হা-হা-কার।
দুর্বিনীত দুঃশাসনের তান্ডবলীলা
অবিরাম দুর্নীতির মহোৎসব ভেলা,
সহসাই চলছে ওদের আজব খেলা-
যেনো চুরি-ডাকাতি, লুটপাটের মেলা।

সত্যকে মিথ্যা বলা-মিথ্যাকে সত্য
এটাই যেনো ওদের টিকে থাকার পথ্য।
ওদের মাঝে নেই কোন মনুষ্যত্ব
ধারণ করছে ওরা জঙ্গল-পশুত্ব।
যা কভূ ঘটেনি তাই ওরা ঘটায়
যা কভূ রটেনি তাই ওরা রটায়। 
বিচারের বাণী আজ হয় বড় অসহায়
চলছে এসব খেলা ওদের অবলীলায়।

সমালোচনা করলে চালায় রোষানল
জ¦ালায় অপশাসনের নিষ্ঠুর দাবানল।
অপহরণ,গুম,খুন করছে ওরা কতো
বন্দুকযুদ্ধের নাটক সাজায় শতো শতো।
মায়ের আর্ত্মনাদ-ভাইয়ের ক্রন্দন ফেরত চায়
ফেরত না দিলে এই ধরাতে বিচার চায়।
করতেই হবে-করতেই হবে ওদের বিচার
ওরা করেছে সীমা লংঘন, অবিচার।
ওরা আইন বা নীতি কিছুই মানে না
হীন স্বার্থে অপরাধ করতেও দ্বিধা করে না।
দেশটাকে মনে করে পৈত্তিক সম্পত্তি
করতেই হবে অপশাসনের নিষ্পত্তি।

……………….
তাই প্রয়োজন দুঃসাহসিক,দুর্জয় কান্ডারী
সে ঔদার্য আছে নেতা শুধু তোমারী।
অন্যায়-দুঃশাসনের সাগর পারি দিতে,
দেশ-জাতিকে নিয়ে যেতে শান্তির পথে।
তুমি পারবে-তুমি পারবে-তুমি পারবে…..
কান্ডারী আসবে-কান্ডারী আসবে-আসবে……
হুসিয়ার সাবধান-হুসিয়ার সাবধান-সাবধান,
দেশ-জনতা পাবে সুখ-শান্তি সমাধান।

তুমি মোদের অহংকার, তুমি অমলিন
আজ তোমার শুভ শুভ শুভ জন্মদিন।
তাই শুভেচ্ছা-অভিনন্দন জানায় তোমায়
সুস্থ-দীর্ঘজীবি হও বলি প্রার্থনায়।
মা-মাটি,দেশ-জনতা তোমার অপেক্ষায়…….
লাল-সবুজের এই জমিন আছে হাত বাড়ায়…….।

মো: মিজানুর রহমান-সাংবাদিক, কবি ও কলামিস্ট।