Sun. Oct 26th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার,২৩ নভেম্বর ২০১৮ঃ  হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন বাবার মতো সাহিত্যে মন না দিলেও চলচ্চিত্রে ঠিকই মন দিয়েছেন। এবার তিনি বানিয়েছেন স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘পিৎজা ভাই’।  

নুহাশের এ চলচ্চিত্রে পিৎজা ভাই চরিত্রে অভিনয় করেছেন রাহাত রহমান। এছাড়াও অভিনয় করেছেন মিশৌরী রশীদ খান, জুনেয়না ফ্রান্সিস কবীর, বায়েজীদ হক জোয়ারদার প্রমুখ।

‘পিৎজা ভাই’ নির্মানের পাশাপাশি রচনা ও সম্পাদনাও করেছেন নুহাশ হুমায়ূন। শাহরিয়ার শাকিল প্রযোজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আগামী ২৪ নভেম্বর অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপে প্রকাশ পাবে।