Wed. Aug 27th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,শুক্রবার,২৩ নভেম্বর ২০১৮ঃ(মোঃরাসেল মিয়াঃ নরসিংদীপ্রতিনিধি)  নরসিংদীর শিবপুরে দলিল লেখকের প্রতারণার শিকার হয়েছেন এক মহিলা। মহিলার নাম উম্মে কুলসুম বাড়ি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামে। তার স্বামীর প্রবাসী রমিজ উদ্দিন। 
অভিযোগের বিবরণে জানা যায়, একই গ্রামের রহম আলীর ছেলে শিবপুর সাব-রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক চাঁনমিয়ার নিকট গত বছরের সেপ্টেম্বর মাসে ১১.৪৫ শতাংশ জমি ক্রয় করে সাব কবলা দলিল সম্পাদনের জন্য ৩ লক্ষ ৭০ হাজার টাকা প্রদান করেন উম্মে কুলসুম। উম্মে কুলসুম তার বাড়ির সামনে থেকে উপরোক্ত জমিটুকু ক্রয় করে সাব কবলা দলিল করে দেওয়ার জন্য দলিল লেখক চাঁন মিয়ার সাথে পাকাকথা বার্তা বলে টাকা লেনদেন করেন। কিন্তু দলিল লেখক চাঁন মিয়া সেই জমি রেজিষ্ট্রি না করে অন্যস্থানের নিচু স্থানের কমদামি জমি থেকে সাব কবলা দলিলের পরিবর্তে দানপত্র দলিল সম্পাদন করে গোপন রাখেন। অপরদিকে মহিলা তার ক্রয়কৃত সম্পত্তির মূল দলিল চাইলে দলিল লেখক প্রতারক চাঁন মিয়া দেম দিচ্ছি করে সময়ক্ষেপণ করতে থাকেন। অবশেষে উম্মে কুলসুম সংশ্লিষ্ট সাব-রেজিষ্ট্রারের নিকট থেকে তার দলিলটি উদ্ধার করেন। দলিল পড়ে সে দেখতে পান তার দলিল সাব কবলা না করে নামমাত্র মূল্যে দানপত্র দলিল সম্পাদন করা হয়েছে। প্রতারণার শিকার উম্মে কুলসুম অবশেষে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। পরে গত ১৮ নভেম্বর এসআই মাসুদ প্রতারক দলিল লেখক চাঁন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসার পরে স্থানীয় জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকারসহ গণ্যমান্যব্যক্তির উপস্থিতিতে দানপত্র দলিল করতে যা খরচ হয়েছে তা বাদে বাকী টাকা ফেরত দিবে এই মর্মে মুছলেকার মাধ্যমে সে থানা থেকে ছাড়া পায়। অভিযুক্ত চাঁন মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকের সাথে কোন প্রকার মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে শিবপুর সাব-রেজিষ্ট্রারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।