Mon. Oct 27th, 2025
Advertisements


খোলা বাজার ২৪,শুক্রবার,২৩ নভেম্বর ২০১৮ঃ বাংলাদেশ ব্যাংক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারি ব্যক্তিদের ঋণ খেলাপ সংক্রান্ত তথ্যাদি সকল তফসিলি ব্যাংক হতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করার জন্য নির্দেশন দিয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবরে প্রেরিত এক সার্কুলারে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ অনুচ্ছেদের বিধান অনুসারে ঋণ খেলাপী ব্যক্তিগণ জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য নন বিধায় তারা নির্বাচনে প্রার্থী হতে পারেন না।

সার্কুলারে এই প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঋণ খেলাপ সংক্রান্ত তথ্য মনোনয়নপত্র বাছাইয়ের দিন কিংবা তার পূর্বে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে প্রদান এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং অফিসারের দপ্তরে উপস্থিত থাকার জন্যও নির্দেশ প্রদান করা হয়েছে।