Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,শনিবার,২৪ নভেম্বর ২০১৮ঃ আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ ( ভান্ডারিয়া,কাউখালী ও জিয়ানগর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম সোহাগ। তিনি প্রায় দুই যুগ ছাত্র রাজনীতির প্রান্তিক কর্মী থেকে ধীরে ধীরে শীর্ষ নেতৃত্বে এসে অনেকটা যৌক্তিক ভাবেই দলীয় মনোনয়ন  আসা করেন মনিরুল ইসলাম সোহাগ। 

মনিরুল ইসলাম সোহাগ শিক্ষক পিতার মেধাবী সন্তান শুরু থেকেই নিজের যোগ্যতার প্রতি গভীরভাবে আস্থশীল। এখন দেখার পালা দল কতোটুকু মূল্যায়ণ করে বা আস্থায় নেয় তাকে।

তৃণমূলে তার ব্যাপক গ্রহনযোগ্যতা আছে বলে তার কর্মীরা দাবী করে। নেতা কর্মীদের কাছে টানার অসম্ভব রকমের বিশেষ গুনের অধিকারী এই মেধাবী নেতা ঢাকা বিশ্ববদ্যালয়ের সলিমুল্লাহ হল ছাত্রদলের সাধারন সম্পাদক ,কেন্দ্রীয় সদস্য ,কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারন সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলো। দলের মনোনয়ন পাবার বিষয়ে যতোদূর জানা যায় প্রতিবারের চেয়ে দল ভিন্ন কৌশল গ্রহন করবে , অর্থাৎ অর্থ আর পারিবারিক কারণ বাদ দিয়ে রাজনৈতিক পদ, দলের জন্য ত্যাগ আর তৃণমূল নেতাকর্মীর সাথে সম্পর্ককে বিবেচনায় নিবে। এই সকল কারণে মনিরুল ইসলাম সোহাগ দল থেকে মনোনয়ন পাবার ব্যাপারে খুব আশাবাদী। তাছাড়া পিরোজপুর-২ নির্বাচনী আসনে দলের হাল ধরার মতো কোন নেতাও নাই , দল যদি তার আদর্শীক কর্মীর হাতে নেতৃত্ব দিতে চায় তাহলে মনিরুল ইসলাম সোহাগের বিকল্প নাই।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২( ভান্ডারিয়া,কাউখালী ও জিয়ানগর) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মনিরুল ইসলাম সোহাগের কাছে জানতে চাইলে তিনি খোলাবাজার২৪ডটকমকে জানান, আমি আশাকরি দল পিরোজপুর-২( ভান্ডারিয়া,কাউখালী ও জিয়ানগর) আসনে আমাকেই মনোনয়ন দিবেন কারন আমার  তৃণমূল নেতাকর্মীর সাথে সম্পর্ক রয়েছে।পিরোজপুর-২( ভান্ডারিয়া,কাউখালী ও জিয়ানগর) আসনে আমাকে নমিনেশন দিলে আমি অতীতের সকল রেকট মুছেদিয়ে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে এই আসনটি উপহার দিব ইনশাআল্লাহ।