Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,সোমবার,২৬ নভেম্বর ২০১৮ঃ আব্দুল আউয়াল, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধিঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় জোটের মনোনয়ন বঞ্চিত আট নেতা দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হতে পারেন। এ বিষয়ে জানা গেছে, রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্য থেকে ২৩০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের চিঠি দেয়া শুরু হয়। ওই দিন বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় এবং পর দিন বিভিন্ন জাতীয় দৈনিকে দলীয় বরাদ দিয়ে বরিশাল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের নাম প্রকাশ করা হয়। পরে এ আসনটি মহাজোটের এরশাদ দলীয় প্রার্থী নায়ক সোহেল রানাকে দেয়া হতে পারে বলে দলীয় নেতারা জানায়। এ নিয়ে এলাকায় গত দু’দিন ধরে এলাকায় ও আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীর মাঝে ব্যাপক আলোচনা ঝড় তোলে। অপরদিকে সোমবার এ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে দেন্দ্রীয় বিএনপি যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল’র নাম ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রকাশ করা হয়। 

এছাড়াও আওয়ামী লীগ ও বিএনপি দলীয় জোটের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের পক্ষ থেকে দলীয় নেতা-কর্মী ও তাদের স্বজনরা সোমবার বানারীপাড়া উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দ্বায়ীত্ব) মো. জামাল হোসেনের কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এরা হলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম, জননেত্রী শেখ হাসিনা পরিষদ ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন, শেরে বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহম্মেদ, সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহালম মিয়া, জাসদ (আম্বিয়া-প্রধান) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অনিচুজ্জামান রিপন, এনপিপি নেতা মো.সাহেবালী। এদের মনোনয়ন বুধবার উপজেলা ও জেলা রিটার্নিং অফিসারের কাছে দাখিল করবেন বলে জানা গেছে।