Fri. Oct 17th, 2025
Advertisements

খোলাবাজার২৪, বুধবার,২৮ নভেম্বর ২০১৮ঃ আব্দুল আউয়াল হোসেন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বানারীপাড়ায় ১০ বছরের শিশু ধর্ষনের অভিযোগে থানায় মামলা রজু করা হয়েছে। মঙ্গলবার রাতে ওই মামলা দায়ের করেন ধর্ষিতার মামাকছুদা বেগম।  

বাদির বিবরনে জানাগেছে ২৬ নভেম্বর বিকেলে বাদির মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ীর পাশে লেট্রিনে ঢুকলে প্রতিবেশি আব্দুর রব বালীর ছেলে স্বপন বালী (৩০) ওই লেট্রিনের মধ্যে প্রবেশ করে জোর পূর্বক তাকে ধর্ষন করে।

শিশুটি ডাক চিৎকার দিলে স্বপন বালী পালিয়ে যায়। এঘটনা স্থানীয়দের জানিয়ে থানায় গিয়ে ওই মামলা দায়ের করেন। আসামী স্বপন বালী পালাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।