Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার ২৪,বৃহস্পতিবার,২৯ নভেম্বর ২০১৮ঃ (মোঃরাসেল মিয়া নরসিংদী প্রতিনিধি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর-৩ (শিবপুর) আসন থেকে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন নরসিংদীর সদর উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী। 

আজ বুধবার বিকালে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ফারহানা কাউনাইনের হাতে তিনি পদত্যাগ পত্রটি তুলে দেন।

এর আগে মন্জুর এলাহী নরসিংদী-৩ শিবপুর আসনে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন জমা দেন। উপজেলা চেয়ারম্যান মন্জুর এলাহী নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্বরত।

মন্জুর এলাহী খোলাবাজার২৪কে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির দলীয় প্রার্থী হিসেবে শিবপুর থেকে নির্বাচন করবেন। তাই তিনি জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।