খােলাবাজার২৪শনিবার,০৮ ডিসেম্বর ২০১৮ঃ শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫ম গ্রাজুয়েশন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক এম শাহ নওয়াজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর একে শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১২টি ব্যাচের প্রতিটি পরীক্ষায় শীর্ষ স্থান অধিকারী ১২ জন স্নাতককে স্বর্ণপদকে ভূষিত করা হয়। এ সময় এক্সিকিউটিভ এমবিএ, এমবিএ ইভিনিং, এমবিএ ডে ও এমবিএ ফর বিবিএ গ্রাজুয়েটস কোর্সের ৪৩৪ জনকে গ্রাজুয়েশন প্রদান করেন উপাচার্য।