খােলাবাজার২৪, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮:বিশ্বজুড়ে মহাসমারোহে উদযাপন হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রায় ২০১৮ বছর আগে যীশুখ্রিষ্টের জন্মের এই দিনটিই শত শত বছর ধরে খ্রিষ্টান ধর্মের মানুষেরা হ্যাপি ক্রিসমাস হিসেবে উদযাপন করে থাকেন। তবে শুধু খ্রিষ্টান ধর্মাবলম্বীরাই নন, বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ধর্মের মানুষ এই ক্রিসমাসের উদযাপনে শামিল হন।
আর বরাবরের মতোই বড়দিনে নানা বৈচিত্র্য নিয়ে পরিবার ও ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন ফুটবল তারকারাও। অন্যান্য বছরের মতো এবার মেসি, রোনালদো, নেইমাররা মহা আড়ম্বরে পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করছেন। কেউ কেউ আবার বন্ধু-বান্ধবদের সঙ্গে সময়টা উপভোগ করছেন।
উৎসব উদযাপনের রঙিন মুহূর্তগুলো ফ্রেমবন্দিও করে পরক্ষণেই সেই ছবিগুলো সোস্যাল মিডিয়ায়ও পোস্ট দিচ্ছেন অনেক ফুটবল তারকাই।
ছবিতে ফুটবল তারকাদের বড়দিনের কিছু উদযাপন তুলে ধরা হলো:
বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও চার সন্তানকে নিয়ে বড়দিন উদযাপন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বড়দিনে সান্তা ক্লজের সঙ্গে সপরিবারে লিওনেল মেসি।
বড়দিনে প্রেমিকা ব্রুনা মারকুইজিনের সঙ্গে সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র।
উৎসবের দিনেও প্রেমিকাকে নিয়ে গোল উদযাপন করলেন আর্জেন্টাইন সেনসেশন পাওলো দিবালা।
বড়দিনে স্ত্রী টনির সঙ্গে সাবেক ইংলিশ অধিনায়ক জন টেরি।
বড়দিনে সান্তা ক্লজের টুপি পরলেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুইস ফিগো।
ফুটবলের শিল্পী বলা হয় তাকে। এবার বড়দিনে ভক্তদের হাসি উপহার দিলেন সেই ডেভিড বেকহাম।
শিরোপা জয় যেন তার নেশা। সেই নেশা ছাড়েনি বড়দিনেও। তাই উৎসব উদযাপনেও শিরোপার সঙ্গে স্প্যানিশ তারকা সার্জিও রামোস।
উৎসবের এই দিনে নিজের মেয়েকে সময় দিতেই সবচেয়ে বেশি ভালো লাগে কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ।
ক্রিসমাস ট্রির সামনে স্ত্রী-সন্তানদের নিয়ে আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি।
রাশিয়া বিশ্বকাপ তাকে হতাশ করেছে। তাই বলে বসে থাকার পাত্র নন ব্রাজিলিয়ান স্টাইকার গ্যাব্রিয়েল জেসুস। বড়দিনে ক্রিসমাস ট্রির সামনে শুয়ে কাউকে ফোন করার ভান করছেন তিনি।
রদ্রিগেজের মতোই বড়দিনে মেয়েকে সময় দিতেই ভালো লাগে পোলিশ ফুটবল তারকা লেভানডফস্কির।