Thu. Oct 23rd, 2025
Advertisements

খােলাবাজার ২৪, বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯ঃ  এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে সম্প্রতি পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। ইতোপূর্বে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

মোহাম্মদ ফিরোজ হোসেন প্রবেশনারি অফিসার হিসাবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে তিনি অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে অত্র ব্যাংকে যোগদান করেন। এক্সিম ব্যাংকের দীর্ঘ ১৯ বছরের কর্মজীবনে তিনি বিভিন্ন বিভাগের প্রধান ও শাখা ব্যবস্থাপক হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক হিসেবে একাধিকবারচেয়ারম্যান’স এ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রি লাভ করেন মোহাম্মদ ফিরোজ হোসেন। পেশাগত দক্ষতা অর্জনে তিনি ভারত, নেপাল, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, চীন যুক্তরাজ্য, জার্মানিসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। মোহাম্মদ ফিরোজ হোসেন পটুয়াখালী জেলার অন্তর্গত বাউফল থানার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।