Fri. Sep 12th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার,১৯ ফেব্রুয়ারি ২০১৯ঃ ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত সুপ্রিম কোর্ট মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম কারচুপি নিয়ে গণশুনানি করবে জাতীয় ঐক্যফ্রন্ট।

ঐক্যফ্রন্টের প্রার্থী ছাড়াও বামগনতান্ত্রীক জোটকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন।

সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও মহাজোট ছাড়া সব দলকে আহ্বান জানানো হবে। তবে ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও জামায়াত গনশুনানীতে অংশ নেবে না। শুনানিতে ৭ বিশিষ্ট নাগরিক সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী অভিজ্ঞতা শুনবেন।