Wed. Oct 22nd, 2025
Advertisements

অ্যাপ জানাবে কোথায় হবে বজ্রপাত

খােলাবাজার ২৪,সোমবার,১১মার্চ ২০১৯ঃ কৃত্রিম বুদ্বিমাত্তা যোগ করে বাজারে আনা হয়েছে ‘দামিনী’ অ্যাপ। নতুন এ অ্যাপটি জানিয়ে দেবে আশপাশে কোথায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, কোথায় বজ্রপাতের সম্ভাবনা আছে।

তবে এ সুবিধা পেতে হলে মোবাইলে জিপিআরএস চালু থাকতে হবে। তাহলেই দামিনীর মাধ্যমে যে কেউ তার ২০-৪০ কিলোমিটারের মধ্য়ে থাকা বজ্রগর্ভ মেঘের সন্ধান জানতে পারবেন। বজ্রপাতের পূর্বাভাস মিলবে ৩০-৪০ মিনিট আগেই।

এছাড়াও বজ্রপাতের মধ্যে ঠিক কী করা উচিত বা উচিত নয়, তাও জানাবে দামিনী অ্যাপ।

গত বছরের নভেম্বরে গুগল প্লে স্টোরে প্রকাশ হওয়ার পর এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করেছে।

বিজ্ঞানীরা বলছেন, কালবৈশাখীর চরিত্র বুঝতে পারলে শুধু যে পূর্বাভাস ঠিকঠাক দেওয়া যাবে তা নয়। সমূহ বিপদ থেকে মানুষকে বাঁচানো সম্ভব হবে।