Mon. Oct 13th, 2025
Advertisements

 

চীনে দাবানলে ৩০ দমকলকর্মী নিহত

খােলাবাজার ২৪,মঙ্গলবার, ০২এপ্রিল ২০১৯ঃ চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের দুর্গম জঙ্গলে ছড়িয়ে পড়া আগুন নেভাতে গিয়ে ৩০ দমকল কর্মী নিহত হয়েছেন। রবিবার (৩১ মার্চ) থেকে সৃষ্ট এ দাবানল নেভাতে ফায়ার সার্ভিস কমীরা চেষ্টা করছিলেন।

সোমবার (১ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা ‘এএফপি’।

প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি এলাকাটির আগুন নেভাতে কয়েকশ অগ্নিযোদ্ধা মোতায়েন করা হয়েছে। মুলি কাউন্টিতে সমতল থেকে চার হাজার মিটার উচ্চতায় আগুন ছড়িয়ে পড়ে শনিবার।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, রবিবার বাতাসের গতিপথ পরিবর্তনের কারণে ‘বিশাল এক আগুনের বলয়’ তৈরি হয়। এরপরই ৩০ জন অগ্নি নির্বাপণ কর্মীর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, তারা নিখোঁজ ৩০ দমকলকর্মীর মরদেহ উদ্ধার করেছেন।

প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং জরুরি অবস্থা মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানায় মন্ত্রণালয়টি।