Fri. Sep 12th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার, ০৫ এপ্রিল ২০১৯ঃবেতন-ভাতার দা‌বি‌তে অবস্থান কর্মসূচি পালনের সময় রাস্তাতেই জুমার নামাজ আদায় করলেন আন্দোলনরত স্বতন্ত্র ইব‌তেদায়ী শিক্ষকরা।

শুক্রবার (৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে টানা দ্বিতীয় দিনের মত এ অবস্থান কর্মসূ‌চি পালন কর‌ছেন তারা।

নামাজ শে‌ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপ‌জেলার পূর্ব হুড়াভায়াখা ইব‌তেদায়ী মাদরাসার শিক্ষক মো. তৌ‌হিদুল ইসলাম ব্রেকিংনিউজ‌কে ব‌লেন, ‘আমরা বেতন-ভাতার দা‌বি‌তে এখা‌নে অবস্থান কর‌ছি। ঝড়-বৃ‌ষ্টি যাই হোক আমরা এখান থে‌কে নড়বো না।’

‌তি‌নি ব‌লেন, ‘যে‌হেতু আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূ‌চি পালন কর‌ছি সে‌হেতু এখা‌নেই জুমার নামাজ আদায় করলাম।’

‌তি‌নি আরও ব‌লেন, ‘এর আগেও দুদিন আমরা প্রেসক্লা‌বের সাম‌নে মানববন্ধন ক‌রে‌ছি। কিন্তু সরকার আমা‌দের দা‌বির বিষয়ে কোনও সিদ্ধান্ত না দেয়ায় গতকাল থে‌কে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা সরকা‌রের প্র‌তিশ্রু‌তি বাস্তবায়ন চাই।’

‌উল্লেখ্য, ২০১৮ সালের ১৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১৬ দিন শিক্ষকরা অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে। শিক্ষা সচিব প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে শিক্ষকদের দাবি পূরণে আশ্বস্ত করলেও এখনও পর্যন্ত সেটির বাস্তবায়ন হয় নাই।