Thu. Oct 23rd, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শুক্রবার, ০৩ মে ২০১৯ঃ পিরোজপুরে ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার সম্ভাবনা থাকায় দুর্যোগ মোকাবেলার জন্য পিরোজপুর জেলা পুলিশ দুুর্যোগকালীন আইন-শৃঙ্খলা রক্ষা সহ যে কোন সমস্যা মোকাবেলায় পিরোজপুর জেলা পুলিশ আপনাদের পাশে থেকে সহায়তা পালন করবে। কোন প্রকার ভয় এবং গুজবে কান না দিয়ে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
পিরোজপুল জেলা পুলিশ সর্বদা প্রস্তুত আপনাদের সমস্যা সমাধানে।

দুুর্যোগকালীন যে কোন সমস্যা এবং আইন -শৃঙ্খলা রক্ষার্থে পিরোজপুর জেলা পুলিশ নিম্নবর্ণিত কর্মকর্তাগনের সমন্বয়ে দুর্যোগ মোকাবেলা ও আইন- শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটি (কন্ট্রোল রুম) গঠন করা হয়েছে।

জরুরী প্রয়োজনে নিম্নবর্ণিত নম্বরের যোগাযোগ করুন।

পুলিশ কন্ট্রোল রুম
টেলিফোন নম্বর -(০৪৬১-৬২২৩৫)
মোবাইল (০১৭৩১৯১২৩৪০)

  • কমিটির সদস্যবৃন্দ
    ০১। জনাব কাজী শাহনেওয়াজ, পিপিএম, সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পিরোজপুর (মোবাইল ০১৭১৩৩৭৪৩৩২)
  • ০২। জনাব এ কে এম সুলতান মাহমুদ,ডিআইও (১) জেলা বিশেষ শাখা (০১৭১৩৩৭৪৩৩৫)
  • ০৩। জনাব এস এম জিয়াউল হক অফিসার ইনচার্জ, সদর থানা, পিরোজপুর (০১৭১৩৩৭৪৩৩৬)
  • ০৪। জনাব কেএম মিজানুল হক,ওসি,ডিবি, পিরোজপুর (০১৭১৩৩৭৪৩৪৩)
  • ০৫। শেখ আব্দুল আউয়াল কবির, নিঃ পুলিশ পরিদর্শক,ইনচার্জ কন্ট্রোলরুম, পুলিশ অফিস পিরোজপুর (০১৭১৯৭৭৭৭৭৮)
  • ০৬। জনাব মোঃ ইসহাক আলী, আর আই পুলিশ লাইন্স,পিরোজপুর। (০১৭১৩৩৭৪৩৪৫)
  • ০৭। জনাব, মোঃ জুলফিকার আলী টিটিআই, পিরোজপুর (০১৭১৩৩৭৪৩৪৬)
  • ০৮। এসআই নি/ মোঃ বেদার উদ্দিন, ইনচার্জ ক্রাইম প্রিভেনশন ও কমিউনিটি পুলিশিং শাখা, পুলিশ অফিস পিরোজপুর। (০১৭২০২৫৪১৮৭)