Thu. Oct 23rd, 2025
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার, ০৪মে ২০১৯ঃ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নদীপথ কার্যত বন্ধ থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় ১০ শতাংশ পণ্যও প্রবেশ করেনি রাজধানীর বাজারগুলোতে। আবদুল্লাহপুর মাছ বাজার কিংবা কারওয়ানবাজারের সবজির আড়ত সবখানেই অলস সময় পার করছেন দিনমজুররা। সরবরাহ সংকটের কারণে, খুচরা পর্যায়ে সবজি আর মাছ কিনতে বেশ বেগ পেতে হবে ক্রেতাদের, এমন আশঙ্কা আড়ৎদারদের।
প্রাণ জুড়ানো শীতল বাতাস, গত কয়েকদিনের অসহনীয় গরমের পর যা হতে পারতো চরম স্বস্তির। কিন্তু উল্টো ঘূর্ণিঝড় ফণীর আগমনী বার্তায় এলোমেলো সারা দেশ।
রাজধানীর আবদুল্লাহপুর পাইকারি মাছের আড়তে ঢোকার মুখেই হারুন মিয়ার চা দোকান, স্বাভাবিক সময়ে রাতভর টুংটাং শব্দে মেতে থাকেন তিনি, আজ একদমই বিপরীত চিত্র। দোকানে বসে অনেকটাই অলস সময় কাটাচ্ছেন তিনি।
হারুন বলেন, অন্যান্য দিন মানুষের ভিড় থাকে। চা বানিয়ে শেষ করতে পারি না। আজ ১০ মিনিট পর পর এক কাপ চা বিক্রি করি।
মাছের আড়তগুলোতে দিনমজুরদের ব্যস্ততা নেই, ঝুড়ি ডালাতেও নেই মাছের দেখা। পাইকারি বাজারের এমন সংকট বাড়তি ভোগান্তিতে ফেলবে খুচরা বাজারের ক্রেতা বিক্রেতাকে, এমন শঙ্কা ভর করেছে এখানে।
কারওয়ানবাজারে রাজধানীজুড়ে সবজির সবচেয়ে বড় যোগানদার আড়তগুলো। স্বাভাবিক সময়ে রাতভর পণ্যবাহী ট্রাকের আনাগোনা থাকে বাজারের চারপাশে, ঘূর্ণিঝড়ের শঙ্কায় থেমে গেছে সবকিছুই।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন সবজি আর মাছের বাজারে পণ্যের সরবরাহ সংকটে আসছে দিনগুলোতে সারা দেশেই বাড়বে নিত্যপণ্যের দাম।