Thu. Oct 23rd, 2025
Advertisements

খােলাবাজার ২৪,শনিবার, ০৪মে ২০১৯ঃ বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি তার নির্বাচনী এলাকা পিরোজপুর -১ উপকূলীয় এলাকা হওয়ায় তিনি নিজেই পিরোজপুরে উপস্থিত থেকে প্রশাসনকে সাথে নিয়ে ঘূর্ণিঝড় “ফণী”র গতিবিধি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি তার নির্বাচনী এলাকা পিরোজপুরের বিভিন্ন যায়গায় শনিবার ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পিরোজপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, গণপূর্ত বিভাগের পিরোজপুরে নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বণিক, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ, পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক প্রমুখ।