Thu. Oct 23rd, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার, ০৮মে ২০১৯ঃ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি পবিত্র রমজান মাস উপলক্ষেএমটিবি কার্ডের গ্রাহকবৃন্দের জন্যরমজান মাসব্যাপি বিভিন্ন আকর্ষণীয় অফারসমূহআনুষ্ঠানিকভাবে চালু করে।এমটিবি’র ভারপ্রাপ্তব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ রফিকুল হক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মোঃ আনোয়ার হোসেন, হেড অব কার্ডস্, কামরুল হাসান খান, হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন,মোঃ আবু বকর সিদ্দিক, হেড অব কার্ডস্ বিজনেস,তৌফিকুল আলম চৌধুরী, হেড অব রিটেইল বিজনেস,আজম খান,গ্রুপ চীফ কমিউনিকেশন্স অফিসার এবং সামিয়া চৌধুরী, ডেপুটি হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্টসহ এমটিবি’র অন্যান্যঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।