Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,শনিবার, ১৮মে ২০১৯ঃ চলছে পরম মহিমার মাস, রমজান মাস। আর এবার আমাদের বাংলাদেশে রমজান মাসে গরম বেশি পড়ার কারণে শরবতের চাহিদা বেড়েছে আগের চেয়ে অনেকগুণ। আর এই গরমে রোজাদারদের কাছে শরবতের অনুষঙ্গ হিসেবে রুহ আফজা অপ্রতিদ্বন্দ্বী। হামদর্দ ল্যাবরেটরিজের এই পণ্যটি পুরো উপমহাদেশেই ব্যাপক জনপ্রিয়।
গ্রীষ্মকালের এই গরমে স্বাভাবিক ভাবে সবারই পানির চাহিদাটা একটু বেশি থেকে থাকে।তাই এই সময় বেশি বেশি করে ঠান্ডা পানীয় এবং শরবত খাওয়া উচিত।আর রোজা রাখলে তো ঠান্ডা পানীয় রুহ আফজার শরবতের কোনো বিকল্পই নেই।
তবে ব্যস্ত জীবনে আমরা প্রায় সময়ই বাইরের দোকানের বা বোতল জাত শরবত কিনে পান করে থাকি আসলে সব শরবত স্বাস্থ্যকর নয়।তাই একটু সময় করে যদি বাসায় রুহ আফজার শরবত তৈরী করি তবে তা আমাদের সুস্বাস্থ্য রক্ষায় সহায়তা করবে।