Sat. Oct 18th, 2025
Advertisements

খোলাবাজার২৪,সোমবার,০৩ জুন ২০১৯ঃএমা ওয়াটসনগুঞ্জন উঠেছে, নতুন করে প্রেমে পড়েছেন ‘হ্যারি পটার’ সিরিজের জনপ্রিয় ‘হারমিয়নি’ অর্থাৎ এমা ওয়াটসন।

সম্প্রতি নতুন প্রেমিকের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক রেস্তোরাঁয় দেখা যায় এমা ওয়াটসনকে। কালো চামড়ার জ্যাকেট আর ট্রাউজার পরা এমাকে এ সময় অসাধারণ দেখাচ্ছিল। শুরুর দিকে জানা না গেলেও খুব দ্রুতই ছড়িয়ে পড়ে রহস্যময় সেই প্রেমিকের নাম। এমার নতুন প্রেমিক সংগীতশিল্পী অ্যালিসিয়া কিজের ভাই কোল কুক। পড়াশোনা শেষ করে সম্প্রতি ক্রিয়েটিভ এজেন্সিতে কাজ করছেন কোল।

এর আগে উইলিয়াম ম্যাক নাইটের সঙ্গে টানা দুই বছর প্রেম করেছেন এমা। কোলের সঙ্গে তাঁর সম্পর্ক স্থায়ী হবে তো? আদৌ কি তাঁরা কোনো সম্পর্কে আছেন, নাকি স্রেফ ভালো বন্ধু? উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে!