Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪,বৃহস্পতিবার, ২৭ জুন,২০১৯ঃ কেনাডা টরন্টো থেকে ডেবঃ  টরন্টো প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ভাবে পরিচিত ডঃ সুশীল সিংহ চৌধুরি। প্রবাসীদের কাছে অত্যন্ত নিন্দিত একটি নাম। এহেন কোন খারাপ কাজ নাই যে, তার কাছে তা অসম্ভব।
একটি সুত্র খোলাবাজার ২৪ডট কমকে জানান, Single mom রা সামান্য বেতনে TimhortonCoffee Shope এ কাজ করে সামান্য টাকা উপর্জন করে তাদের কে অধিক ব্যবসার মুনাফার ছল চাতুরী ও প্রলোভন দেখিয়ে Roshona Departmental Store নামে Toronto তে ব্যবসা শুরু করে কয়েক শত লোকদের কাছ থেকে কয়েক লক্ষ্য ডলার হাতিয়ে নিয়েছে।
তিনি র্বতমানে বহাল তবিয়েত আছে, Toronto Dargabasi নামে একটি Hindu Temple এ যুক্ত হওয়ার সুবাদে তার এই অপরাধ ধরা পড়ার পর ও লোকজন কিছু বলার সাহস পাইয়নি।
অন্য দিকে মন্দিরে প্রতিষ্ঠাতা গনের প্রশ্নের সম্মুখীন হওয়া থেকে বিরত থাকার জন্য Resign দিয়ে চলে গেছেন। সে যত গুলো ধর্মীয় বা সামাজিক সংগঠনে আছে তার সহধর্মিনীর সহযোগীতায়, তিনি যোগ দেওয়ার পরে সব কটাই দ্বিখন্ডিত করেছে। উদাহরন স্বরুপ পৃথিবীর কোথাও দুটো নাই উদিচি জদে নাই সেখানে তার কৃতিত্ব টরন্টেতে আছে ২ টা সংগঠন , ধর্মীয় সংগঠনের আবরনে লোকজনের কাছ থেকে চাদা নিয়ে চলে মদ খাওয়া, চলে মন্দিরের মধ্য সারাক্ষন মদের পার্টি।
বর্তমান কমিটির কেহই তাকে পছন্দ করে না , সে ইতিমধ্যেই একটি Real Estate License নিয়ে ব্যবসা করার কথা থাকলেও তা করেনি। টরন্টেতে তারই নেতৃত্বে একটি গোষ্টি চারন কবি রাধারামনের নামে একটি মেলার অনুষ্ঠান করে বিগত ২১শে জুন।
তথ্য মতে জানাযায় মুলত তাদের মেলায় অশা ছিল শিল্পীদের নামে আদম পাচার এবং যে লক্ষে আদম পাচারের জন্য ভিসার আবেদন ও করা হয়েছিল।তাতে ফল আসেনি জাতীর দূভাগ্য টাকা কামানোর জন্য , হাসন রাজার অনুষ্ঠান, লালন ফকিরের মেলা আবার রাধারামন তাদের নাম বিক্রিতে তৎপর সবদা ।
কমনিটিতে তাকে কেহ দাওয়াত দিলেই সে হাজির হয় তা বিয়ে , জন্ম দিন বা যে কোন সামাজিক অনুষ্টান হোক, তাতে তাকে নিয়ে অনুষ্টানে বিভিন্ন পশ্নের সমমখীন হতে হয়। পাওনাদার গন তার কাছে টাকা চাহিলে তাদের কে বিভিন্ন ভয়ভীতিও দেখান তিনি।এতে করে প্রবাসীরা নানান সমস্যায় রয়েছে। টরন্টো প্রবাসীরা এই প্রতারক ড: সুশীল সিংহ থেকে মুক্তি চায়।