Mon. Oct 13th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, সোমবার, ০১জুলাই,২০১৯ঃ আজ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে গ্যাসের অযৌক্তিক দাম বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি সবকিছুতেই প্রভাবিত করবে। জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। শিল্পপ্রতিষ্ঠানের ওপর বিশেষ করে গার্মেন্টস খাত চাপে পড়বে। মূল্যস্ফীতি বেড়ে যাবে। স্বল্প আয়ের মানুষ আরো বিপদে পড়বে। আজকেও ভারতে গ্যাসের দাম কমানো হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘বর্তমান মিডনাইট সরকার আবারও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। আওয়ামী লীগের ১০ বছরে গ্যাসের মূল্য বাড়িয়েছে ছয় বার। এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী ও গরিব মারার সিদ্ধান্ত। এর আগেও ১৯৯৬-২০০১ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার গ্যাসের দাম বাড়িয়েছে দুই বার। এক চুলা ১৫০ টাকা ও দুই চুলা ২০০ টাকার গ্যাস এখন ৯২৫ টাকা ও ৯৭৫ টাকা করা হয়েছে। মূলত ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনদের লুটপাটের জন্যই গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সরকার।’

রিজভী বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে বিদ্যুতের দাম বাড়বে। বাড়বে কল কারখানার উৎপাদন খরচও। গ্যাসের দাম বাড়ানোতে অবশ্যই জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। যারা সীমিত আয়ের লোক তাদের ওপর এর প্রভাব বেশি পড়বে। গ্যাসের দাম বাড়ানোর কারণে সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। ব্যবসা করার খরচ বেড়ে যাবে। ফলে শিল্পপ্রতিষ্ঠানের ওপর চাপ বাড়বে। ফলে মূল্যস্ফীতিও বাড়বে। এ পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানোর কারণে দেশের গার্মেন্টস খাত মারাত্মক চাপে পড়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বেড়ে যাবে। ব্যবসায়ীদের পরিবহন খরচ বেড়ে যাবে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়বে।’

‘এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, গাড়ি ভাড়া ও বাড়ি ভাড়া আকাশছোঁয়া। তার ওপর আবার গ্যাসের মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে আরো দুর্বিসহ অবস্থার মধ্যে ফেলে দেবে। মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। গ্যাস উন্নয়ন তহবিলে কয়েক হাজার কোটি টাকা জমা থাকা সত্ত্বেও এবং রাষ্ট্রীয় সব গ্যাস কোম্পানি লাভজনক অবস্থায় থাকার পরও গ্যাসের মূল্যবৃদ্ধি দুর্নীতিকে আরো পাকাপোক্ত করবে। যার চূড়ান্ত ভুক্তভোগী হবে সাধারণ মানুষ।’

‘তাই গ্যাসের দাম বাড়ার কারণে স্বল্প আয়ের মানুষকেই বেশি ভুগতে হবে। সাধারণ মানুষের জীবনে আরো দুর্ভোগ নেমে আনবে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী ও গরিব মারার সিদ্ধান্ত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’ বলছিলেন রিজভী।

কর্মসূচি ঘোষণা করে রিজভী বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী জেলা সদর ও মহানগরগুলোতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া একই দাবিতে ঐদিন ঢাকা মহানগরের থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।