Tue. Oct 28th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিার,১৪জুলাই,২০১৯ঃ বিশ্ববিখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি বাংলাদেশের প্রাথিমিক বিদ্যালয়ে পড়েছেন! বিষয়টি অবাক করার মত হলেও সত্য। কারণ, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেই দিয়েছে এই তথ্য।অনুসন্ধানে দেখা গেছে, যে কোনো ব্রাউজারে ‘messi education’ লিখে সার্চ দিলে গুগলে সবার প্রথমেই দেখা যাচ্ছে মেসির উইকিপিডিয়া। তার পরেই দেখা মিলছে লিওনেল মেসির শিক্ষা সম্পর্কিত একটি প্রশ্ন। এতে লেখা রয়েছে- What is Lionel Messi’s education? যা Quora নামের একটি ওয়েবসাইট থেকে করা হয়েছে।

ওই লেখার মধ্যেই পাওয়া যাচ্ছে মেসির লেখাপড়া সম্পর্কিত একটি তথ্য।

এতে লেখা রয়েছে- Messi studied in a primary school in Bangladesh। এর বাংলা করলে দাঁড়ায়- মেসি বাংলাদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন।