Tue. Oct 28th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,রবিার,১৪জুলাই,২০১৯ঃ পিরোজপুর প্রতিনিধিঃ নাছরুল্লাহ আল কাফীঃ পিরোজপুরের ইন্দুরকানীতে ১০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ইন্দুরকানী থানার এসআই মোঃ জাকির হোসেন ও এএসআই মোঃ আব্বাস উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পত্তাশী গ্রামের খলিল শরীফের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম শরীফ (২০) কে ১০ পিস ইয়াবা সহ পত্তাশী বটতলা এলাকা থেকে গ্রেফতার করে। মাসুম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
সে দীর্ঘদিন ধরে এ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে,এর আগেও পুলিশ মাদকসহ তাকে গ্রেফতার করেছিল। পরে রোববার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুমকে আটক করে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।