Mon. Oct 13th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,মঙ্গলবার ,১৬জুলাই,২০১৯ঃ শিশুর ধর্ষণকারীদের ইনজেকশনের মাধ্যমে রাসায়নিক প্রক্রিয়ায় যৌন সক্ষমতা ধ্বংস করার আইন প্রণয়ন করেছে ইউক্রেন।

ইউক্রেনের জাতীয় বার্তা সংস্থা এ খবর নিশ্চিত করেছে। এই আইনটি ধর্ষণ ও শিশুকে যৌন নিপীড়নকারী হিসেবে প্রমাণিত হলে, ১৮ থেকে ৬৫ বছরের পুরুষের ক্ষেত্রে কার্যকর করা হবে। শিশুর ওপর যৌন হামলার বিরুদ্ধে কঠোর আইনটি দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে পাস হয়। নতুন এই আইনে শিশুর ধর্ষণকারী হিসেবে কারাদণ্ড পাওয়া ব্যক্তিদের তালিকাভুক্ত করতে আলাদা দপ্তর করবে দেশটি। কারাগার থেকে বের হবার পর, অপরাধীদের নজরদারিতেও রাখবে দপ্তরটি। এছাড়া শিশুকে ধর্ষণের সর্বোচ্চ সাজা ১২ থেকে বাড়িয়ে ১৫ বছর করা হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে ইউক্রেনে সরকারি হিসাবে ৩২০ শিশু ধর্ষণের শিকার হয়।