Sun. Oct 12th, 2025
Advertisements

খােলাবাজার ২৪,বুধবার ,১৭জুলাই,২০১৯ঃ চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রকাশিত ফলে গড় পাসের হার ও জিপিএ ৫ পাওয়ার সংখ্যা উভয়ই বেড়েছে।

আজ বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রকাশিত ফলে চলতি বছরে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৭৩.৯৩ শতাংশ। গতবার এটি ছিল ৬৬.৬৪ শতাংশ।

অন্য,দিকে চলতি বছরে জিপিএ ৫ পেয়েছেন ৪৭ হাজার ২৮৬ জন। গতবার পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। অর্থাৎ গতবারের চেয়ে এ বছর ১৮ হাজার ২৪ শিক্ষার্থী বেশি জিপিএ ৫ পেয়েছেন। এ বছরের জিপিএ ৫-এর শতকরা হার ৩.৫৪ শতাংশ। গত বছর যা ছিল ২.২৭ শতাংশ।

গত ১ এপ্রিল সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নয় হাজার ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।