Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলাবাজার ২৪, শনিবার ,২০জুলাই,২০১৯ঃ ছেলে ধরা সন্দেহে এবার রাজধানীর বাড্ডায় এক নারীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।   

স্থানীয়রা জানান, উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি মাদ্রাসা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনজন বোরকা পরিহিতি নারীকে সেখানে ঘুরতে দেখা যায়। এ সময় তারা স্কুলে ঢোকার চেষ্টা করেন। বাধারমুখে দু’জন পালিয়ে গেলেও আরেকজন গণপিটুনির শিকার হন।

পরে তাকে গুরুতর অবস্থায় স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেধরা সন্দেহে এক নারী গণপিটুনির শিকার হয়েছেন।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

গত কয়েকদিন ছেলে ধরা সন্দেহে রাজধানীসহ বেশ কয়েক জায়গায় এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। এর আগে নেত্রকোনা, রাজশাহী, বান্দরবান ও বরিশালে এ ধরনের ঘটনা ঘটেছে। এর ফলে অনেক পরিবারের মাঝে আতঙ্কে ছড়িয়ে পড়ছে।