Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার ২৪, বৃহস্পতিবার,২৫জুলাই,২০১৯ঃ  থানার ভেতরে হিন্দি গানের তালে নাচের টিক টক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর চাকরি থেকে বরখাস্ত হলেন এক নারী পুলিশ কনস্টেবল। এ ঘটনা ঘটেছে ভারতের গুজরাট প্রদেশের মেহসানা জেলার ল্যাংনাজ পুলিশ স্টেশনে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, মেহসানার ল্যাংনাজ থানার ভেতরে অর্পিতা চৌধুরী নামের এক নারী পুলিশ কনস্টেবল ভিডিও শেয়ারিং অ্যাপ টিক টকে একটি হিন্দি গান বাজিয়ে নাচেন। ভিডিওতে দেখা যায়, থানার লক আপের সামনে নাচের ভিডিও করছেন অর্পিতা।

মেহসানা জেলা পুলিশের ডেপুটি সুপার মানজিথা ভানজরা বলেন, ‘অর্পিতা চৌধুরী আইন লঙ্ঘন করেছেন। তিনি ডিউটিতে থাকাকালীন ইউনিফর্ম পরেননি। দ্বিতীয়ত, ল্যাংনাজ পুলিশ স্টেশনের ভেতরে তিনি একটি ভিডিও শুটিং করেছেন। পুলিশ কর্মকর্তাদের নিয়ম মেনে চলা উচিত; যা তিনি করেননি। এজন্য তাকে বরখাস্ত করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ২০ জুলাই এই ভিডিও ধারণ করেছিলেন অর্পিতা চৌধুরী। পরে তিনি এটি হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।