Tue. Oct 14th, 2025
Advertisements
game-win
খোলাবাজার ২৪,মঙ্গলবার,৩০জুলাই,২০১৯ঃ গেম খেলেও টাকা জেতা যায়! তাও ২৫ কোটি! এমন খবরে অনেকেই হয়তো মাথা চুলকবেন। অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি। রোববার (২৮ জুলাই) হয়ে গেলো ফর্টনাইট (Fotrnite) গেমের প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

ফাইনালে জয়ী হন ১৬ বছরের মার্কিন গেমার কাইল জিয়ার্সডর্ফ। আর এর পুরস্কার হিসেবে পান ৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৫ কোটি ৩৫ লাখ ১৫ হাজার।

ফাইনাল জিতে কাইল বলেন ‘এটা অবিশ্বাস্য’। ফাইনালে প্রতিদ্বন্দ্বীর প্রায় দ্বিগুণ স্কোর করেন তিনি। ৫৯ পয়েন্ট নিয়ে বিশ্ব ফর্টনাইট চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী পান ৩৩ পয়েন্ট।

নিউ ইয়র্কের অর্থার অ্যাশ স্টেডিয়ামে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। টেনিসে ইউএস ওপেন অনুষ্ঠিত হয় এখানে।

কাইলের ঘনিষ্ঠ বন্ধু কলিন ব্র্যাডলি জানিয়েছেন, ‘আজ সকালে দারুণ ফুরফুরে মেজাজে ছিল কাইল। চাপ কাটাতে একটানা মজা করছিল ও।’

পাবজির (PUBG Mobile) মতোই Fortnite গেমেও খেলোয়াড়কে একটি উড়োজাহাজ থেকে ঝাঁপ দিয়ে একটি দ্বীপে নামতে হয়। সেখানে অস্ত্র খুঁজে শুরু হয় অন্য খেলোয়াড়দের খতম করার খেলা। শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সেই বিজয়ী।

কাইলের বন্ধু ব্র্যাডলি জানিয়েছেন, ‘কাইল অন্যতম ধূর্ত খেলোয়াড়। কখন আক্রমণ করতে হবে খুব ভালো করে জানে ও। সব সময় উঁচু জায়গায় থাকে।’