Sun. Oct 12th, 2025
Advertisements

খোলাবাজার ২৪,বৃহস্পতিবার, ১ আগস্ট,২০১৯ঃ  ট্রেনের বিভিন্ন কামরায় যাত্রীদের জুতা পালিশ করেই বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়েছিলেন সুভাষচন্দ্র দাস।সার্টিফিকেটটি পেলে কারও জুতা আর পালিশ করতে হবে না, বসবেন খ্যাতনামা কোনো কোম্পানি বা কোনো সরকারি অফিসের চেয়ারে, এমন স্বপ্নই দেখতেন। কিন্তু স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল।

বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করে এখনও রাস্তার পাশে বসে সেই জুতা পালিশ করে যাচ্ছেন সুভাষ। বরং বাড়তি আয়ের জন্য ট্রেনের পাশাপাশি ফুটপাতেও জুতা পালিশের কাজ করে যাচ্ছেন এ যুবক।

উচ্চশিক্ষিত হয়েও চাকরি না পেয়ে এভাবে জুতা পালিশ করে জীবিকা নির্বাহ করছেন ভারতের উত্তর ২৪ পরগনার সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকা দক্ষিণ গোবিন্দকাটি গ্রামের সুভাষ চন্দ্র। ইতিহাস বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন সুভাষ।