
ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় দেশব্যাপী মশক নিধন সপ্তাহ উপলক্ষে এই অভিযান শুরু হয়। শিবপুর পৌরসভার ঝোঁপ-ঝাপে মশক নিধক ঔষধ ছিটানো হয়। অভিযানে উপজেলার পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ সময় এমপি মোহন বলেন, সারা দেশে ডেঙ্গু জ্বরের প্রার্দুভাব বেড়ে গেছে। এ ডেঙ্গু জ্বরের হাত থেকে রেহাই পেতে হলে আমাদের বাড়ির আঙিনাসহ চারপাশের ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে এডিশ মশা বংশবিস্তার করতে না পারে। তিনি আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবিলায় সকলকে সতর্ক ও ধৈর্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান বুলু, আঙ্গুর মৃধা, আ:হাই মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি মিন্টু মৃধা প্রমুখ।