Tue. Oct 14th, 2025
Advertisements

খোলাবাজার ২৪, শুক্রবার,২আগস্ট,২০১৯ঃ   ঈদে যারা ঢাকা ছাড়তে চান তাদের রক্ত পরীক্ষা করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে নির্দেশনা দিয়েছেন যে, যারা ঈদ উদযাপন করার জন্য ঢাকার বাইরে যাবেন, তারা যেন রক্ত পরীক্ষা করে যান। কারণ তারা যদি ডেঙ্গু নিয়ে বাইরে যান, তাহলে ঢাকার বাইরে এটি অনেক বেশি বিস্তার লাভ করবে।

বৃহস্পতিবার (০১ আস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আওয়ামী লীগের বার্ষিক প্রতিবেদন (আয়-ব্যয়ের হিসাব) ইসিতে জমা দিতে তিনিসহ অন্যরা নির্বাচন কমিশন সচিবালয়ে যান।

এসময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ে আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। আমি ব্যক্তিগতভাবে মশারি ব্যবহার করি। কারণ মশা কোনো সময় কামড় দেবে ঠিক নাই। আবার ঘরের কোণে কিছু আছে কিনা সেটাও দেখা দরকার।