খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে চারদিন ব্যাপী ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধন কর্মসূচী-২০১৯ আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ৫ই আগষ্ট সোমবার রাজধানীর কাঠালবাগান,হাতিরপুল, ফ্রি স্কুল স্ট্রিট ও তার আশপাশের এলাকায় ওষধ ছিটিয়ে মশা নিধন অভিযান চালানো হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদসহ প্রধান কার্যালয়ের উধর্¦তন কর্মকর্তা,ঢাকার বিভিন্ন শাখার শাখা প্রধান ও কর্মকর্তাগণ।