Mon. Oct 13th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এ নিয়ে ঢামেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জনে।

নিহত বৃদ্ধার নাম মনোয়ারা বেগম (৭৫)। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা। বর্তমানে রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায় থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে ঢামেকে ১৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।