খােলাবাজার ২৪,মঙ্গলবার,০৬ আগস্ট ,২০১৯ঃ আজ মঙ্গলবার (৬ আগস্ট ২০১৯ ইংতারিখ) “এডিস মশা থেকে নিরাপদ থাকুন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধ করুন” শ্লোগানে হামদর্দ পাবলিক কলেজ একটি জনসচেতনতা মূলক কার্যক্রম পালন করে। এ কর্মসূচি অনুষ্ঠিত হয় হামদর্দ পাবলিক কলেজ ক্যাম্পাসের পাশে (বসুন্ধরা সিটি শপিং মলের বিপরীতে)।
দেশে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ,শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র্যালি সহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে। ডেঙ্গু মশার জন্ম ও বিস্তার প্রতিরোধ করা এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা পদ্ধতি নিয়ে পথচারীদের মাঝে কলেজের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। শিক্ষার্থীবৃন্দ সচেতনতা মূলক বিভিন্ন শ্লোগান লিখে প্লে-কার্ড প্রদর্শন করে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সাদেকুর রহমান মজুমদার বিভিন্ন চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে বলেন- ডেঙ্গু নিধনের জন্য বাড়ির আশে পাশের ফুলের টবগুলো ২-৩ দিন পর পর পরিষ্কার করতে হবে এবং ফ্রিজের পিছনের ট্রেতে স্বচ্ছ পানি নিয়মিত অপসারণ করতেহবে। কোন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বেশি বিশ্রাম, ঘন ঘন তরল খাবার খেতে হবে, তবেই দ্রুত জ্বর নিয়ন্ত্রণে আসবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।