Sun. Oct 12th, 2025
Advertisements

খােলাবাজার ২৪, সোমবার,১৯আগস্ট ,২০১৯ঃপিরোজপুর,প্রতিনিধিঃ  পিরোজপুরের ইন্দুরকানীতে বখাটেদের ভয়ে নবম শ্রেণীর ছাত্রী শারমিনের চার মাস যাবত স্কুলে যাওয়া বন্ধ রয়েছে । উপজেলার কালাইয়া গ্রামের অটোচালক ছগীর শেখের মেয়ে শারমিন আক্তার (১৪) উপজেলার সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী । একই এলাকার আব্দুল মান্নান শিকদারের ছেলে ইমরান শিকদার(১৮) ও ইমাম শিকদার(১৮) এবং একই এলাকার আঃ কুদ্দুছের ছেলে ফয়ছাল বিশ্বাষ(১৯) শামসুল হক হাওলাদারের ছেলে হাসান হাওলাদার(১৮) আঃ রহমানের ছেলে আব্দুল্লাহ (২০) স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই শারমিনকে বিরক্ত করে।
ভুক্তভুগি শারমিন জানান এঘটান আমার মাতা পিতাকে বলি তারা, বখাটেদের র্গাডিয়ানদের জানালে তারা উল্টভাবে আমাদের বলে , এই যুগের ছেলেপেলেরা এমন একটু আধটু করে। কোন বিচার নাপেয়ে ফিরে যান শারমিনের মা জেসমিন বেগম। গত ১৩ আগষ্ঠ মঙ্গলবার বিকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় বখাটেরা শারমিনের পথ রোধকরে দাড়ায়,এবং শারমিনকে টেনে হিছড়ে নিয়ে যেতে চায় শারমিন ও তার মাকে মারধর করে বখাটেরা। শারমিনের ডাকে চিৎকারে শারমিনের পিতা ছগীর শেখ ও এলাকার কিছু লোক এগিয়ে আসলে বখাটেরা শারমিনকে দেখে নেয়ার হুমকিদেয় দিয়ে সেখান থেকে চলে যায় বখাটেরা। এই ঘটনায় শারামিন ইন্দুরকানী থানায় একটি সাধারন ডাইরি করে যাহার নং ৪৬৬ ইন্দুরকানী থানা । বখাটেদের অত্যাচারে এলাকায় স্কুল কলেজের মেয়েদের চলা দায় হয়ে পড়েছে। এব্যাপারে এলাকার ইউপি সদস্য জামাল হোসেন জানান এরা খুব দুষকৃত খারাপ টাইপের ছেলে এদের র্গাডিয়ানরা ও বেশি ভালনা। এই ঘটনা আমি শুনেছি থানায় ডাইরি হয়েছে আইন তাদের বিচার করবে। ঘটনার এক সপ্তাহ গত হলেও আইন শৃংখলা বাহিনির কোন ততপরতা লক্ষ করা যাচ্ছেনা বলে জানান শারমিনের মা জেসমিন বেগম। তাই শারমিন এখনও স্কুলে যেতে পারছেনা বখাটেদের ভয়ে।