Mon. Oct 13th, 2025
Advertisements
খােলাবাজার ২৪, সোমবার,২৬আগস্ট ,২০১৯ঃ  জাতীয় দলের পেসারদের পাশাপাশি আরো কিছু উদীয়মান বোলারকে পরখ করে দেখবেন নতুন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে কথা বলে এমনটা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ওপেনার সাদমানের সঙ্গে অভিজ্ঞ নাকি নতুন কাউকে সুযোগ দেয়া হবে সেটা নিয়ে ভাবছেন নির্বাচকরা। বাশার জানান, ৩০ বা ৩১ আগস্ট ঘোষণা করা হবে টেস্ট স্কোয়াড।মিরপুরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের মুখে ছিল মায়াবি হাসি। এই রহস্য যাই হোক। দু’জনার একই পথ, একই লক্ষ্য। ২২ গজে তারা হাসলে, হাসে বাংলাদেশ। সাকিব-রিয়াদের প্রাণবন্ত উপস্থিতি জানান দিচ্ছে, আত্মবিশ্বাসী টিম টাইগার্স। মুশির অখণ্ড মনোযোগ। অনুশীলনে সিরিয়াস টাইগার শিবির।

পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিচ্ছেন জাতীয় দল ও বয়সভিত্তিক দলের দুই নির্বাচক। কি নিয়ে কথা হলো। জানালেন হাবিবুল বাশার।

তিনি বলেন, উইকেটটেকিং পেস বোলার আমাদের খুব দরকার হয়। এটা সেও জানে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ হয়েছে। ও সবাইকে দেখতে চাচ্ছে। আমাদের যে তরুণ পেস বোলার আছে তাদের নিয়ে এসে দেখাবো।

সাদমানের ব্যাটে আস্থা রাখা যায় অনায়াসে। সাদা পোশাকী যাত্রার শুরুতে নজর কেড়েছেন তরুণ ওপেনার।

ভেতরে ভেতরে দলটাও গুছিয়ে আনছেন নির্বাচকরা। ওপেনিং নিয়ে দুই রকম চিন্তাই আছে নির্বাচকদের। সাদমানের সঙ্গে নতুন কেউ নাকি অভিজ্ঞদের কেউ।

বাশার বলেন, এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারিনি যে, আমরা নতুন কাউকে দেখবো নাকি পুরোদেরই চেষ্টা করবো। সেটা নিয়েই আলোচনা চলছে।