মঙ্গল. এপ্রি ৩০, ২০২৪
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
খােলাবাজার ২৪,রবিবার,৮সেপ্টেম্বর,২০১৯ঃ  রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি মিলছে না অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, চিকিৎসার অভাবে বেগম জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নেতারা। বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ১১ সেপ্টেম্বর ঢাকায় ও ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

এসময় রংপুর তিন আসনে রিটা রহমানকে ২০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া ১৮ মাস ধরে কারাগারে। ৭৩ বছরে এই নেত্রী বিভিন্ন রোগে আক্রান্ত। গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্বের সংগ্রাম দিচ্ছেন বলে তাকে আমানবিকভাবে আটকে দেওয়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা মামলায় দিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার একটাই উদ্দেশ্য; যেন রাজনৈতিক প্রতিপক্ষকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া। এবং এটা কখনো মেনে নেওয়া যায়। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং অবিলম্বে তার মুক্তি কামনা করছি। ১১ তারিখে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হবে। আর ১২ তারিখে সারাদেশে মানববন্ধন অনুষ্ঠিত হবে।