Mon. Sep 15th, 2025
Advertisements
খােলাবাজার ২৪,রবিবার,৮সেপ্টেম্বর,২০১৯ঃ মমতাজের গাওয়া ইউটিউবে প্রকাশিত ‘লোকাল বাস’ গানটি ২ কোটি পেরিয়ে নতুন মাইলফলক অতিক্রম করেছে।

এর আগে, গানটি ইউটিউবে অবমুক্তির ১ সপ্তাহের মধ্যে ১০ লাখ ভিউসের মাইলফলকও অতিক্রম করে।

এদিকে, প্রথম ২০১৬ সালের ২ সেপ্টেম্বর গানচিল ইউটিউব চ্যানেলে ‘লোকাল বাস’ গানটি প্রকাশের পর তুমুল সাড়া ফেলেছিল।

এর কথা লিখেছেন গোলাম রাব্বানী ও লুৎফর হাসান। সুর করেছেন করেছেন লুৎফর হাসান, সংগীতায়োজনে ছিলেন প্রিতম হাসান।

গানটি প্রসঙ্গে গীতিকার গোলাম রাব্বানী বলেন, আমি ইচ্ছা করলেই স্বশরীরে দুই কোটি মানুষের ঘরে যেতে পারবো না। কিন্তু এই গানের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে।
আমার সৃষ্টি আমাকে দুই কোটি মানুষের কাছে নিয়ে গেছে। তবে বাস্তবে গানটি আরও বেশি মানুষের কাছেই গেছে। ভিনদেশি মানুষদের মুখেও আমি গানটি গাইতে শুনেছি।

‘লোকাল বাস’র মিউজিক ভিডিওর মডেল হয়েছিলেন মুমতাহিনা টয়া, সৌমিক, প্রীতম হাসান, সংগীত পরিচালক অদিত ও শাফায়াত হোসেন।