খােলাবাজার ২৪,বৃহস্পতিবার,১২সেপ্টেম্বর,২০১৯ঃমেহেদী হাসান,জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) তে থাকছেনা রাতে প্রবেশের অনুমতি।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উপাচর্যের নির্দেশক্রমে রেজিস্টার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুদিন যাবৎ লক্ষ করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হচ্ছে। তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০.৩০ মিনিট এর পর ছাত্র ছাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তি প্রসঙ্গে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, যেহেতু আমাদের হল নাই, অনাবাসিক প্রতিষ্ঠান তাই রাতে বাইরে না থেকে শিক্ষার্থীদের বাসায় চলে যাওয়া ভালো। তাই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আর ১০.৩০ এর পর বহিরাগত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, কিছুদিন যাবত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন, ছিনতাই এবং চাঁদাবাজি বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।